আগামী বছরেই মানুষবাহী প্রথম স্পেসএক্স মিশন

১১ অক্টোবর, ২০১৯ ১৮:০০  
আগামী বছরের প্রথম প্রান্তিকেই মহাকাশে যাবে স্পেসএক্সের নতুন ক্রু ড্রাগন অ্যাস্ট্রোনাট ক্যাপস্যুল। নাসার প্রধান জিম ব্রিডেনস্টাইন জানিয়েছেন, আগামী পরীক্ষায় পরিকল্পনামতো সবকিছু ঠিকঠাক থাকলেই নতুন শিডিউলে মানুষবাহী প্রথম স্পেসএক্স মিশন হবে। খবর রয়টার্স। এর আগে গত এপ্রিলে গ্রাউন্ড টেস্টের সময় একটি বিষ্ফোরণ হয়। এছাড়া রি-এন্ট্রি প্যারাস্যুট সিস্টেমেও কারিগরি জটিলতা পাওয়া যায়। নাসা প্রধান জানিয়েছেন, ক্যাপস্যুলটির সফল ডেভেলপমেন্টে নাসার টপ প্রায়োরিটিতে রয়েছে। কারণে ২০১১ সালে স্পেস শাটল প্রোগ্রাম শেষ হওয়ার পর এটিই হবে প্রথম ‘আমেরিকার মাটিতে আমেরিকার রকেটে চড়ে আমেরিকান মহাকাশচারীর যাত্রা’। ডিবিটেক/বিএমটি